প্রকাশিত: 13/10/2019
বিশ্বের বড় জাহাজ পার হয়ে গেলো ৪ মাইলের লম্বা খাল দিয়ে ।
সাড়ে ৬ কিলোমিটার লম্বা ছোট খালের ভেতর দিয়ে বেরিয়ে গেল বিশ্বের অন্যতম বড় এই জাহাজটি। চার মাইল বা প্রায় সাড়ে ৬ ছয় কিলোমিটার লম্বা একটি ছোট খাল । এর ভিতর দিয়ে পার হয়ে গেলো । জাহাজটি বিশ্বের সব চেয়ে বড় জাহাজ । আর এই জাহাজ টির নাম হলো দ্যা এমএস ব্রেমার । আর ক্যানেলটি গ্রিসের নামকরা করিন্ত ক্যানেল ।
ব্রিটেনের ফ্রেডের মালিকানাধীন জাহাজটি ১৭১ বছরের পুরানো ,২২.৫ মিটার বা ৭৩.৮ ফুট ব্রেমার জাহাজটি গ্রিসের ২৪ মিটার বা ৭৮.৭ ফুট প্রশস্ত করিন্হ খাল দিয়ে পেরিয়ে যায় । খালটি ৬ কিলোমিটারের দীর্ঘ ।সাড়ে ৬ কিলোমিটারের খালটি পেরিয়ে যাওয়ার সময় জাহাজের দুপাশে মাত্র তিন ফুট ফাঁকা ছিল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
সাড়ে ৬ কিলোমিটারের খালটি পেরিয়ে যাওয়ার সময় জাহাজের দুপাশে মাত্র তিন ফুট ফাঁকা ছিল।
এ খালের নির্মাণকাজ ১৮৮০ সালে শুরু হয়েছিল। ১৩ বছর কাজ চলার পর ১৮৯৩ সালে খালটির খননকাজ সমাপ্ত হয়েছিল। খালটিতে দুই পাশেই চুনাপাথরের দেয়াল রয়েছে। পানির স্তর থেকে খালের শীর্ষ স্থান প্রায় ৩০০ ফুট উঁচুতে। তবে সমুদ্রতল থেকে এটি মাত্র ৭০ ফুট প্রশস্ত। খালটি গ্রিসকে পেলপনেশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে। এটি আয়নিয়ান সাগরের উপসাগরীয় উপসাগরকে এজিয়ান সাগরের সোনিক উপসাগরের সঙ্গেও সংযুক্ত করে।