এবার আজারবাইজান কারাবাখের কালোবাজারের নিয়ন্ত্রণ নিল

এবার আজারবাইজান কারাবাখের কালোবাজারের নিয়ন্ত্রণ নিল

আজারবাইজানীয় সেনাবাহিনী নাগর্নো-কারাবাখ অঞ্চলের আরও একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। পুরো যুদ্ধবিরতির জন্য সম্প্রতি আজারবাইজান এবং আর্মেনিয়া স্বাক্ষরিত রাশিয়ার একটি মধ্যস্থতার চুক্তির আওতায় আজারবাইজান বাহিনী কালবাজার নামে একটি মূল অঞ্চল নিয়ন্ত্রণে নিল। 

বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, কালবাজার এলাকায় আজারি সেনাদের সুষ্ঠু চলাচলের জন্য এলাকায় পুতে রাখা মাইন ও বোমাগুলি পরিষ্কার করা হয়েছে এবং এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং কার্যক্রম শেষ করা হয়েছে।

আজারবাইজানীয় রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের উপদেষ্টা হিকমত হাজীয়েভ বলেছেন, আর্মেনিয়ান সরকারের দশ দিনের সময়সীমা নিয়েছিল কালবাজারে হস্তান্তর করার ব্যাপারে।  আজ শহরটি হস্তান্তর করা হয়েছে। নব্বইয়ের দশকের গোড়ার দিকে আজারবাইজান থেকে এই অঞ্চলগুলি আর্মেনিয়ার দ্বারা দখল করা হয়েছিল।
 

আরও পড়ুন

×