এক ইসরায়েলি গুপ্তচরকে তিন ইরানির বিনিময়ে ফেরত নেয় অস্ট্রেলিয়া

এক ইসরায়েলি গুপ্তচরকে তিন ইরানির বিনিময়ে ফেরত নেয় অস্ট্রেলিয়া

ইসরায়েলি গুপ্তচর কাইলি মুর গিলবার্টের মুক্তির বিনিময়ে ইরানের তিন ব্যবসায়ীকে মুক্তি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার একটি বিমান তিন ইরানী নাগরিককে তেহরানে নিয়ে যাওয়ার পরে কিলি মুর গিলবার্টকে সঙ্গে নিয়ে গেছে। কাইলি মুর গিলবার্ট অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের নাগরিক।

গিলবার্ট দখলদার ইসরায়েলের গুপ্তচর হয়ে কাজ করেছিল। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ব্যবসা করছিল এমন মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল। পরে এক গুপ্তচরের বিনিময়ে তিন ইরানি নাগরিককে মুক্তি দেয়া হলো।

মুক্তিপ্রাপ্ত ইসরায়েলের মহিলা গুপ্তচর প্রথমে খ্রিস্টান ছিলেন, পরে তারা ইহুদীদের সাথে যোগ দিয়েছিলেন। ইসলাম নিয়ে গবেষণার নামে সে প্রথমে ইরানের ধর্ম ও বিভাগসমূহের সাথে সম্পর্ক স্থাপন করেন।

ইরানের গোয়েন্দা সংস্থা তার উদ্দেশ্য এবং কর্মকাণ্ড সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহের পর ২০১৮ সালের ২১ শে সেপ্টেম্বর মহিলা গুপ্তচরকে গ্রেপ্তার করেছিল। পরে তাকে দশ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল।

দুই বছর কারাগারে থাকার পরে ইরান সরকার তাদের তিন নাগরিকের বিনিময়ে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
 

আরও পড়ুন

×