ইসরায়েল ইরানী বিজ্ঞানীকে হত্যার সাথে জড়িত: নিউইয়র্ক টাইমস

ইসরায়েল ইরানী বিজ্ঞানীকে হত্যার সাথে জড়িত: নিউইয়র্ক টাইমস

তিন মার্কিন কর্মকর্তা অভিযোগ করেছেন, ইরানের পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিয়াদকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ইসরায়েল।প্রভাবশালী আমেরিকান সংবাদপত্র 'নিউইয়র্ক টাইমস' এর খবরটি নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তার মধ্যে দুজন গোয়েন্দা কর্মকর্তা।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে সন্ত্রাসী হামলায় একজন বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষককে হত্যা করা হয়।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, "এই হত্যাকাণ্ড সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা জানত তা পরিষ্কার নয়, তবে এটা স্পষ্ট ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য সবর্দায় আদান-প্রদান হয়ে থাকে।"

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ প্রথম থেকেই এই হত্যাকাণ্ডে ইসরায়েল জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষত ইউরোপীয় ইউনিয়নের প্রতি দ্বিমুখী নীতি থেকে বিরত থাকার এবং লজ্জাজনক হত্যার নিন্দা করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালের ইরানবিরোধী এক আলোচনার সময় বারবার ফখরিয়াদের নাম উল্লেখ করে তিনি হুমকি দিয়েছিলেন, "মনে রাখবেন নাম ফাখরিজাদে।"
 

আরও পড়ুন

×