উত্তেজনার মধ্যেই আমেরিকার বিমান বাহিনী পারস্য উপসাগরের পথে

উত্তেজনার মধ্যেই আমেরিকার বিমান বাহিনী পারস্য উপসাগরের পথে

ইরানের সাথে উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী পারস্য উপসাগরের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা সিএনএন টেলিভিশনকে জানান, বিমানবাহী রণতরীর মোতায়েনের অর্থ হচ্ছে ইরাক ও আফগানিস্তান থেকে প্রত্যাবর্তন করা মার্কিন সেনাদের সহায়তা এবং এয়ার কভার দেয়া।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১৫ জানুয়ারির আগে আফগানিস্তান এবং ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে চায়।

মার্কিন কর্মকর্তা আরও বলেন, শুক্রবার ইরানের শীর্ষ পদার্থবিদ মোহসেন ফখরিজাদে শহীদ হওয়ার আগেেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই কর্মকর্তা মন্তব্য করেন, মার্কিন এসব পদক্ষেপ ইরানের বিরুদ্ধে শক্তির বার্তা দেবে।

গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে সন্ত্রাসী হামলায় একজন বিখ্যাত বিজ্ঞানী ও গবেষক শহীদ হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এই হত্যাকাণ্ডে ইসরায়েলকে জড়িত বলে দৃঢ়তার সহিত সন্দেহ প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালের একটি অনুষ্ঠানে ইরানবিরোধী আলোচনার সময় বিজ্ঞানী ফখরিয়াদের নাম বারবার উল্লেখ করে বলেছিলেন। এ সময় তিনি হুমকি দিয়েছিলেন, "মনে রাখবেন নামটি হচ্ছে ফাখরিজাদে।"

সূত্র: পার্স্টুডে

আরও পড়ুন

×