ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ

প্রকাশিত: 29/11/2020

নিজস্ব প্রতিবেদন:

ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ

ফ্রান্স উত্তাল হয়ে উঠছে। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। শনিবার পুলিশ কর্মকর্তাদের ছবি প্রকাশে নিষেধাজ্ঞার প্রস্তাবিত আইনের প্রতিবাদে এই বিক্ষোভ হয়।
 
আন্দোলনকারীরা বলছেন, পুলিশ মুখ ঢেকে রাখলে তাদের শনাক্ত করা যাবে না, তাতে পুলিশ আরও সহিংস আচরণ করবে। একই সাথে, অনেকে মনে করেন, এই আইনটি গণমাধ্যমের স্বাধীনতার চরম হস্তক্ষেপের সামিল।

বৃহস্পতিবার রাতে মধ্য প্যারিসে স্টুডিওর ভিতরে ও বাইরে পুলিশ এক কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে নির্মমভাবে প্রহার করে। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ঘটনা নিরাপত্তা বাহিনীর কর্মকান্ড নিয়ে ফ্রান্স জুড়ে বিক্ষোভ শুরু হয়।

সঙ্গীত প্রযোজক মাইকেলকে মারধরের ভিডিওটি টুইটারে ১৩ কোটিরও বেশি মানুষ দেখেছে। আন্তর্জাতিক খেলোয়াড় এবং ফুটবল তারকা এমবাপ্পিসহ অনেকেই পুলিশের এই আচরণের প্রতিবাদ করেছেন।

যার কারণে ফ্রান্স সরকার পুলিশ কর্মকর্তাদের ডিউটিতে থাকাকালীন ছবি তোলা নিষিদ্ধ করার জন্য একটি আইন করার পরিকল্পনা করছে। ফলে ফ্রান্সের মানুষ বিক্ষোভ-প্রতিবাদ করছে বিভিন্ন শহরগুলোতে। সূত্র: সিএনএন


 

আরও পড়ুন

×