ভারতের সীমান্তে উড়ছে পাকিস্তানি ড্রোন!

ভারতের সীমান্তে উড়ছে পাকিস্তানি ড্রোন!

ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা চলছে। গত কয়েকদিন দু'দেশের সীমান্তে গোলাগুলিতে দুই ভারতীয় সেনাসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেই থেকে আন্তর্জাতিক সীমান্ত বরাবর উত্তপ্ত হয়ে উঠেছে।

ইতোমধ্যে ভারত দাবি করেছে যে, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। আর এই উত্তেজনার মাঝেই পাকিস্তান ভারতের সীমান্তে ড্রোন উড়াল।

ভারতীয় সেনাবাহিনীর তথ্য মতে, শনিবার রাতে ডিউটিতে থাকা ভারতীয় সেনারা সীমান্তে পাকিস্তানি আকাশে কিছু রহস্যময় জিনিস উড়তে দেখে। এতে করে সীমান্ত সংলগ্ন সেনা ছাউনিগুলোতে সতর্কতা জারি করা হয়েছিল। 

বিএসএফ এটিকে ভালো করে দেখার পর রহস্যজনক বিষয়টিকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। সেনাবাহিনী পরে বস্তু বা ড্রোনগুলো পাকিস্তানের দিকেই যায় বলে দাবি করেন।

মনে করা হয়, রাতের অন্ধকারে ড্রোনগুলি সীমান্তের কাছে ভারতীয় সেনা ব্যারাকগুলিতে টহল দিচ্ছিল। সেনাবাহিনী সন্দেহ করছে, ড্রোনগুলির সাহায্যে অস্ত্র বা অন্য কিছু অবতরণের চেষ্টাও হতে পারে।

সূত্র: কলকাতা২৪


 

আরও পড়ুন

×