পারমাণবিক বিজ্ঞানী হত্যার বিষয়ে ইরানের বিবৃতিতে সৌদি আরব ক্ষুব্ধ 

পারমাণবিক বিজ্ঞানী হত্যার বিষয়ে ইরানের বিবৃতিতে সৌদি আরব ক্ষুব্ধ 

ইসলামী প্রজাতন্ত্রের ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার বিষয়ে ইরান যে মন্তব্য করেছেন তাতে সৌদি আরব ক্ষুব্ধ হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জারিফ ইরানি বিজ্ঞানীর হত্যার অভিযোগে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবকেও অভিযুক্ত করেছেন।

জারিফের এই মন্তব্যের জবাবে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের মঙ্গলবার টুইটারে বলেছেন, ইরানের মাটিতে যে কোন নেতিবাচক কিছু ঘটলে তাতে সৌদি আরবকে দোষারোপ করা হয়। তিনি আরও মন্তব্য করেন, পরবর্তীতে সেখানে বন্যা বা ভূমিকম্পের জন্যও আমাদের দোষ দেবেন?

জাওয়াদ জারিফ সোমবার একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সফর, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সৌদি যুবরাজের সাথে তাঁর বৈঠক এবং নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য ইরানবিরোধী ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

মধ্যপ্রাচ্য এবং পারস্য উপসাগরীয় সমস্ত দেশ ইরানের বিজ্ঞানী হত্যার নিন্দা করলেও, সৌদি আরব কোন রকম নিন্দা প্রকাশ করা থেকে বিরত থাকেন। সূত্র: পার্সটুডে

আরও পড়ুন

×