রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ আগামী সপ্তাহে কোভিড-১৯ টিকাদান শুরু

প্রকাশিত: 04/12/2020

নিজস্ব প্রতিবেদন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ আগামী সপ্তাহে কোভিড-১৯ টিকাদান শুরু

গতকাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন মন্ত্রীদের সঙ্গে এক জরুরী বৈঠকে নির্দেশ দেন আগামী সপ্তহের মধ্যেই রাশিয়াজুড়ে বড় পরিসরে আমরা ২০ লাখ টিকা সরবরাহ করব।

এ স্প্রটনিক ভি টিকাটি চিকিৎসক ও শিক্ষকদের  ক্ষেত্রে  অগ্রাধিকার দেওয়া হবে। বৈঠকে উপস্থিত উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভাকে প্রেসিডেন্ট বলেন, আগামী সপ্তাহে আমাকে প্রতিবেদন দেওয়ার দরকার নেই, আপনি আরও বড় পরিসরে টিকাদানের কাজ শুরু করেন। এ কাজ আমাদের দ্রুত করতে হবে। 

উল্লেখ্য, গত ১১ আগস্ট করোনাভাইরাসের বিশ্বের প্রথম টিকা হিসেবে স্পটনিক ভি অনুমোদন দেয় রাশিয়া। এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ। গতমাসে স্পটনিক ভি টিকাটি পরিক্ষা করে দেখা গেছে এটি করোনা প্রতিরোধে ৯২ ভাগ কার্যকর।

এদিকে বুধবার যুক্তরাজ্য করোনাভাইরাসের টিকা ব্যবহারের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেক কে অনুমতি দিয়েছে। করোনাভাইরাস সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে  আগামী সপ্তাহ থেকে এ টিকা দেওয়া হবে। এ টিকা করোনার বিরুদ্ধে লড়তে ৯৫ শতাংশ কার্যকার হবে।

আরও পড়ুন

×