প্রকাশিত: 04/12/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এবং বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) উদ্যোগে মিনি ধান কর্তনযন্ত্রের কলাকৌশল প্রদর্শন কল্পে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের গোকুল গ্রামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় পেইস প্রকল্পের আওতায় ‘সুগন্ধী ধানের উৎপাদন বৃদ্ধি ও ব্যয় হ্রাসের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধিসহ জীবনযাত্রার মান উন্নয়ন’ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষক সচিন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে আয়োজিত কৃষক মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির সমন্বয়ক লিয়াকত আলী, উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, তথ্য প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
শেষে ব্রাশকাটার যন্ত্র দিয়ে ধান কাটা প্রদর্শনী করা হয়। এতে ওই এলাকার প্রায় দুইশতাধিক কৃষক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।