ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ৫টি প্রস্তাব গ্রহণ

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের ৫টি প্রস্তাব গ্রহণ

জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরাইলের বিরুদ্ধে ৫টি প্রস্তাব গ্রহণ করেছে। বুধবার দখলকৃত গোলান মালভূমির উপর ইহুদীবাদী ইসরায়েলের সার্বভৌমত্বের দাবির নিন্দা করা হয়েছে।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল সিরিয়া থেকে গোলান মালভূমির কিছু অংশ দখল করে। আন্তর্জাতিক সম্প্রদায় এটা কখনই মেনে নেয়নি।

গোলান মালভূমির প্রস্তাবের পক্ষে ৮৮টি অপরপক্ষে বিপক্ষে পড়ে ৯টি ভোট। ভোটদানে বিরত থাকে ৬২টি দেশ। প্রস্তাবটিতে অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের আহবান জানানো হয়।

আরেকটি প্রস্তাবে ফিলিস্তিনি সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে এবং এর পক্ষে ১৪৫ ভোট পড়ে। অপরপক্ষে বিপক্ষে ভোট পড়ে মাত্র ৭টি ভোট এবং ভোটদানে বিরত থাকে ৯টি দেশ। উল্লেখ্য, প্রস্তাবটিতে ইসরায়েলকে ১৯৬৭ সালের পূর্বের সীমানায় সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

অপর ৩টি প্রস্তাবে নিশ্চয়তা প্রদান করে যে, জাতিসংঘ কমিটি ফিলিস্তিনিদের পক্ষে কাজ করে যাবে।

আরও পড়ুন

×