ইসরায়েল মধ্য প্রাচ্যের ২৮০০ বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে

প্রকাশিত: 07/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

ইসরায়েল মধ্য প্রাচ্যের ২৮০০ বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে

ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে সম্প্রতি গুলি করে হত্যা করা হয়। ইরান শুরু থেকেই দাবি করে আসছিল যে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে।

রবিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) এর মুখপাত্র রমজান শরীফ বলেছেন, ইসরায়েল হল একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার লেসমাত্র নেই । এই সরকার গত ৭০ বছরে মধ্য প্রাচ্যের ২৮০০ বিজ্ঞানী, চিন্তাবিদ এবং বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, এসব হত্যাকান্ড চালিয়েও ইসরায়েল তার পতন ঠেকিয়ে রাখতে পারবেনা।

ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদেহ ২৭ নভেম্বর তেহরানের কাছে সন্ত্রাসী হামলায় নিহত হন।

রবিবার দক্ষিণ ইরানের শহর বান্দার আব্বাস শহরে বিজ্ঞানী ফখরিজাদের স্মরণে ব্রিগেডিয়ার জেনারেল রামজান শরীফ বলেন, ইহুদিবাদীরা সাম্প্রতিক বছরগুলিতে ইরানের দ্বারা প্রতিশোধমূলক হামলা লক্ষ্য করেছে এবং তারা ভালোভাবেই অবগত বিজ্ঞানী ফখরিজাদের হত্যাকাণ্ড বিনা জবাবে ছাড় দেয়া হবেনা।

আইআরজিসির মুখপাত্র বলেন, ইসলামী বিপ্লবের সূচনা থেকেই আমেরিকানরা ইরানের সাথে বৈরী ছিল। বিপ্লবের পরে আমেরিকানদের পাশাপাশি ইসরায়েলের স্বার্থ বিপন্ন হয় বলে 
তারা যে কোন উপায়ে ইরানের ক্ষতি করার চেষ্টা করে আসছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

আরও পড়ুন

×