রাশিয়ার যুদ্ধ বিমান মার্কিন ও ফরাসি বিমানগুলোকে ধাওয়া

প্রকাশিত: 08/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

রাশিয়ার যুদ্ধ বিমান মার্কিন ও ফরাসি বিমানগুলোকে ধাওয়া

রাশিয়ার ভয়ঙ্কর সুখোই এস-৩০ বাল্টিক সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফরাসী একাধিক গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাল্টিক সাগরের আকাশে মার্কিন ও ফ্রান্সের দুটি যুদ্ধবিমান এবং একটি মার্কিন জ্বালানী সরবরাহকারী বিমানকে শনাক্ত করা হয়েছে।

রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা জানিয়েছে যে, সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাল্টিক সাগরের কয়েকটি লক্ষ্য চিহ্নিত করে তা রাশিয়ার আকাশসীমায় অগ্রসর হচ্ছিল।

রাডার সিস্টেমে এই চলন্ত লক্ষ্যবস্তু ধরা পরার পর, রাশিয়ার দক্ষিণ বিমান বাহিনীর একটি সুখোই এস -৩০ যুদ্ধবিমান আকাশে উড়ে এসে লক্ষ্যবস্তুগুলির দিকে অগ্রসর হয়েছিল।

রাশিয়ান ফাইটার জেটটি একটি মার্কিন বিমানবাহিনী আরসি -১৩৫ মডেলের গোয়েন্দা বিমান, একটি কেএস -১৩৫ মডেলের জ্বালানী সরবরাহ বিমান এবং একটি ফরাসী সি-১৬০ মডেলের গোয়েন্দা বিমান সনাক্ত করে। এই পরিস্থিতিতে সুখোই -৩০ যুদ্ধবিমান আমেরিকান এবং ফরাসী বিমানগুলোকে তাড়া করে বাল্টিক সাগরের শেষ প্রান্তে পৌঁছে দিয়ে রাশিয়ার বিমান নিজ ঘাঁটিতে ফিরে আসে।

আরও পড়ুন

×