জাপান কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় জন্মহার বাড়াবে

প্রকাশিত: 09/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

জাপান কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় জন্মহার বাড়াবে

জন্মহার বাড়ানোর লক্ষ্যে জাপানি সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে অর্থায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। গত কয়েক বছরে সেদেশে জন্মহার নাটকীয়ভাবে হ্রাস পাওয়ায় জাপান এই  পদক্ষেপ নিচ্ছে। দেশের স্থানীয় সরকার পরবর্তী বছর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ক্ষেত্রে ভর্তুকি দেবে।

বিবিসি জানায়, জাপান সরকার জন্মের হার বাড়ানোর জন্য স্থানীয় সরকারকে আগামী বছর ২ বিলিয়ন ইয়েন (১ ৬১ কোটি টাকারও বেশি) সরবরাহ করবে।

গত বছর, জাপানে, দেশের সর্বনিম্ন জন্মহার, ৮,৬৫,০০০ এরও কম শিশুর জন্ম হয়েছিল। জাপান বিশ্বের প্রবীণদের সংখ্যার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। পাশাপাশি বিশ্বের সর্বনিম্ন জন্ম হারগুলির মধ্যে এ দেশটি। তাই জন্মহার বাড়ানোর ক্ষেত্রে সরকার বিভিন্ন উপায় অবলম্বরন করছেন।
 

আরও পড়ুন

×