খুনিয়াপালংএ বিটি পুলিশং কার্যক্রমের উদ্বোধনে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান(পিপিএম)।

প্রকাশিত: 10/12/2020

আমানউল্লাহ আনোয়ার

খুনিয়াপালংএ বিটি পুলিশং কার্যক্রমের উদ্বোধনে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান(পিপিএম)।

বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখেক কক্সবাজারের রামু খুনিয়া পালং বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার মাঃ হাসানুজ্জামান (পিপিএম),উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় পুলিশ সুপার হাসানুজ্জামান, প্রণয় চাকমা নির্বাহি অফিসার রামু,

 উপস্থিত ছিলেন আব্দুল হক অধ্যক্ষ রামু সরকারি কলেজ, আব্দুল মাবুদ চেয়ারম্যান খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ, আব্দুল গনি সওদাগ সাবেক চেয়ারম্যান  খুনিয়া পালং ইউনিয়ন, সভাপতিত্ব করেন মোঃ আজমিরুজ্জামান অফিসার ইনচার্জ  থানা, উপস্থিত ছিলেন ৯নং খুনিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য বিন্দ  এবং আওয়ামী যুব লীগ, ছাত্র লীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,কৃষক লীগ,তাতীলীগের নেত্রী বিন্দ।

পুলিশ সুপার  কক্সবাজার প্রধানঅতিথির  বক্তব্যে বলেন, বিট পুলিশিং কি, ইহার গঠন, স্থানীয়ভাবে অপরাধ দমন ও তাৎক্ষণিক পুলিশি সেবাপ্রদানে  এর ভূমিকা ইত্যাদি সম্পর্কে উপস্থিত এলাকাবাসী ও জনগণকে বিস্তারিত অবহিত করেন। 

মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরও পড়ুন

×