খুনিয়াপালং এ বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার কক্সবাজার

খুনিয়াপালং এ বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার কক্সবাজার

কক্সবাজার রামু খুনিয়াপালং বিট পুলিশিং কার্যক্রম উদ্বোন অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)., বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ৯ ডিসেম্বর কক্সবাজারের রামু খুনিয়াপালংএ বিট পুলিশিং কার্যক্রমের  উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার মাঃ হাসানুজ্জামান (পিপিএম), উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম পুলিশ সুপার হাসানুজ্জামান, বিশেষ অতিথি নির্বাহি অফিসার  প্রণয় চাকমা রামু উপজেলা, উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের  রামু জনের  এস আই মোঃ ইমরান আলী, রামু কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হক, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ, সাবেক  চেয়ারম্যান ও খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি আব্দুল গনি।

সভাপতির দায়িত্ব পালন করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান, উপস্থিত ছিলেন এম আব্দুল্লাহ বিদুৎ ইউপি সদস্য ৫নং ওয়ার্ড খুনিয়াপালং এবং সভাপতি আওয়ামী যুব লীগ খুনিয়াপালং ইউনিয়ন, আলমগীর (ছুট্টু)  ইউপি সদস্য ১নং ওয়ার্ড, আবুতাহের(টুনু) ইউপি সদস্য ৪নং ওয়ার্ড, আরো উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাতীলীগের নেত্রী বিন্দ।

 প্রধানঅতিথির  বক্তব্যে পুলিশ সুপার বলেন, বিট পুলিশিং হচ্ছে স্থানীয়ভাবে অপরাধ দমন ও তাৎক্ষণিক পুলিশি সেবাপ্রদানে  এর ভূমিকা,  এবং সব দরনের পুলিশি  সহযোগিতা যাতে সাধারণ জনগণ পাই এই উদ্দেশ্য নিয়ে বিট পুলিশিং কার্যক্রম চালুকরা হয়। 

 উপস্থিত এলাকাবাসী ও জনগণকে বিস্তারিত অবহিত করেন, তিনি মাদক বব্যসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে  হুঁশিয়ারি উচ্চারণ করেন

আরও পড়ুন

×