প্রকাশিত: 10/12/2020
যশোরের শার্শা উপজেলায় জেলা ট্রাফিক পুলিশ ও শার্শা থানার পুলিশের বিশেষ অভিযানে ১৪৯টি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করে । এছাড়াও বিশেষ এ অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১০৪ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মিল্টন জানিয়েছেন।
গতকাল বুধবার রাতে ট্রাফিক পুলিশের দেওয়া এ তথ্য নিশ্চিত করা হয়। শার্শা উপজেলার বাগআঁচড়া ও নাভারণ সাতক্ষীরা মোড়ে এ অভিযান চলতে দেখা গেছে। তবে এ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে থাকবে বলে যশোর জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়।
যশোর জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক নুরুজ্জামান বলেন, দুর্ঘটনা এবং অপরাধ কর্মকান্ড রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যাদের মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নেই, তাদেরকে অতি সত্বর রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, আইন অনুযায়ী মোটরসাইকেল ক্রয়ের সময় থেকেই তা রেজিস্ট্রেশন পূর্বক চালানোর জন্য পরামর্শ দিয়েছেন তিনি। এ অভিযান আগামী আরো একদিন চলবে বলে তিনি জানান।