আর্মেনিয়ান সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে এবং এদের বিচার হওয়া উচিত: এরদোগান

আর্মেনিয়ান সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে এবং এদের বিচার হওয়া উচিত: এরদোগান

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আর্মেনিয়ান সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে এবং তাদের বিচারের আওতায় আনা দরকার। বৃহস্পতিবার আজারবাইজানে বিজয় উৎসবে অংশ নিয়ে তিনি এসব দাবি করেন।

এরদোগান বলেন, আর্মেনিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছে। তারা শহর, গ্রাম, মসজিদ ধ্বংস করেছে। সুতরাং তাদের বিচার করা উচিত। অপরদিকে, আর্মেনিয়ার সেনাবাহিনী দাবি করেছে যে, তারা কোন ধ্বংস-যজ্ঞ চালায়নি বরং আজারি সেনাবাহিনী ধ্বংসযঙ্গ চালিয়েছে। 

উল্লেখ্য, আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে তুরস্ক আজারবাইজানকে সমর্থন দেওয়ায় আজারবাইজানের জয় পেতে অনেক সহজ হয়। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধের সমাপ্তি টানা হয় রাশিয়ার মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছার পর। ফলস্বরূপ, নাগর্নো-কারাবাখের বেশ কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ আজারবাইজানকে হস্তান্তর করা হয়। আজারবাইজানসহ অপরাপর দেশসমূহ এটিকে আজারবাইজানের বিজয় হিসেবেই দেখছেন।
 

আরও পড়ুন

×