ইসরায়েল ও ফ্রান্সের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে রুহুল্লাহ যামের ফাঁসি কার্যকর করেছে ইরান

ইসরায়েল ও ফ্রান্সের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে রুহুল্লাহ যামের ফাঁসি কার্যকর করেছে ইরান

গুপ্তচরবৃত্তির দায়ে আজ একজনকে ফাঁসি দিয়েছে ইরান। গুপ্তচরটির নাম 'রুহুল্লাহ যাম'। তার বিরুদ্ধে ইসরায়েল, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের পক্ষ হয়ে ইরানবিরোধী কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ইরানের হাইকোর্টে দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপরে তাকে ফাঁসি দেয়া হয়। রুহুল্লাহ যামে ইরানে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার লক্ষে 'অমাদনিউজ' নামে একটি টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করতো। উদ্দেশ্য ছিল বিদেশে বসে এই গুপ্তচর ইরানের বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়িয়ে দেয়া।

তার বিরুদ্ধে করা অভিযোগ সে স্বীকার করেছেন। ইরানে গণমাধ্যমে তার বক্তব্যগুলো প্রচার করা হয়। রুহুল্লাহ যাম ইরানে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য বিদেশী গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিপুল পরিমান অর্থ গ্রহণের বিষয়টিও স্বীকার করেছেন।

গত বছর ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি) তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রুহুল্লাহ যাম স্বীকার করেছেন যে ফরাসি সরকার তাকে উচ্চ স্তরের সুরক্ষা দিয়েছে। তারপরেও ইরানি গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সূত্র: পার্স্টুডে
 

আরও পড়ুন

×