চীনের মহাকাশযানটি চাঁদ হতে ২ কেজি পাথর নিয়ে ফিরছে

চীনের মহাকাশযানটি চাঁদ হতে ২ কেজি পাথর নিয়ে ফিরছে

চাঁদ নিয়ে মানুষের গবেষণা অনেক আগ থেকে শুরু হলেও সেখানকার উল্লেখযোগ্য আবিস্কারের কৃতিত্ব হাতে গোনা অল্প কয়েকটি দেশের সম্ভব হয়েছে। তারই অংশ হিসেবে এবার চাঁদ থেকে দুই কেজি পাথর নিয়ে চিনা মহাকাশযান চ্যাং’ই ৫ পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করেছে। 

১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের পরে এই প্রথম চীন চাঁদ থেকে পৃথিবীতে পাথর নিয়ে আসছে ৩ দিনের যাত্রা পথ ধরে।

চীনের ন্যাশনাল অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছে যে চ্যাংই-৫ টি চাঁদ থেকে পৃথিবী পর্যন্ত ৩ দিনের যাত্রা শুরু করেছে। চন্দ্র কক্ষপথ থেকে বেরিয়ে আসার জন্য এটি চন্দ্র মহাকাশযানের প্রায় ২২ মিনিট সময় নেয়। এজন্য চন্দ্র যানটিকে ৪টি ইঞ্জিন চালাতে হবে।

এই মাসের শুরুতে, মহাকাশযানটি চাঁদের মনস রামকার নামে এক অঞ্চলে অবতরণ করে। এই অঞ্চলে প্রাচীন যুগে আগ্নেয়গিরি ছিল বলে মনে করা হয়। চ্যাং’ই ৫ চাঁদ থেকে প্রায় ২ কেজি শিলা নমুনা সংগ্রহ করেছে।

আরও পড়ুন

×