প্রকাশিত: 15/12/2020
খাদ্যবান্ধব কর্মসূচিতে তালিকা প্রনয়নে অনিয়ম, সরকারি দায়িত্ব পালনে অবহেলা এবং হতদরিদ্রের চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদ সদর উপজেলার ২নং মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন জুয়েল ও পাঁচ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। বরখাস্তকৃত অন্যরা হলেন, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য চোরকোল গ্রামের আশরাফুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রীপুর গ্রামের শ্রী শাস্তি বিশ্বাস, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য নওদাপাড়া গ্রামের মো. আব্দুল মজিদ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কুবিরখালী গ্রামের মো. গোলাম রসুল এবং ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বেড়াশুলা গ্রামের মো. রসুল। নোটিশে বলা হয়, চেয়ারম্যান মো. ফারুক হোসেন জুয়েল ও পাঁচ ইউপি সদস্যের বিরুদ্ধে পরস্পর যোগসাজশের খাদ্যবান্ধব কর্মসূচিতে তালিকা প্রনয়নে অনিয়ম, সরকারি দায়িত্ব পালনে অবহেলা এবং হতদরিদ্রের চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কারণ দর্শানোর নোটিশে তাদেরকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব ১০ কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব পাঠাতে বলা হয়।ঝিনাইদহ