প্রকাশিত: 15/12/2020
যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এতে সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিন, থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহামুদুল হাসান প্রমুখ।
এতে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্ট, আইটি সম্পাদক প্লাবন শুভসহ অন্যান্য সদস্যরা।
শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।