এরদোগান আবারও ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে

এরদোগান আবারও ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে

তুরস্ক দু'বছর পর আবারও ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিযুক্ত দিয়েছে। ২০১৮ সালের মে মাসে দেশটি ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল।
 
ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত হলেন ইউফুক উলুতাস (৪০)। নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে তুরস্ক ইসরায়েল নতুন এই রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছে বলে খবরে প্রকাশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উলুতাসকে "অত্যন্ত মার্জিত, চতুর এবং প্যালেস্টাইনিপন্থী" হিসেবে বর্ণনা করা হয়েছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে তিনি হিব্রু ও মধ্য প্রাচ্যের রাজনীতি বিষয়ে অধ্যয়ন করেছেন।

উল্লেখ্য, তুরস্ক গত ২০১০ সালের দিকে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

×