সৌদির তেলবাহী ট্যাংকারে আবারও হামলা

সৌদির তেলবাহী ট্যাংকারে আবারও হামলা

সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ট্যাঙ্কার আক্রমণ করা হয়েছে। তবে আক্রমনে কোনও বড় ক্ষতি হয়নি এবং ২২ জন নাবিক সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে যেখানে ফেটেছিল সেখান থেকে কিছু তেল বের হচ্ছিল।

সোমবার নৌপরিবহন সংস্থা হাফনিয়া একটি বিবৃতিতে বলেছে, আক্রমণটিতে বাইরের কোন শক্তির মদদ থাকতে পারে। সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজটিতে ৬০,০০০ টন পেট্রোল ছিল বলে জানা যায়।

এরপূর্বে, ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরেও অনুরূপ আক্রমণ করা হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করছে। সৌদি আরব ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমন করতে সৌদি নেতৃত্বাধীন বাহিনী বছরের পর বছর যাবত লড়াই করে আসছে।

এদিকে এ হামলায় কে জড়িত তা এখনও কোন গোষ্ঠী স্বীকার করেনি। এছাড়া সৌদি কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

আরও পড়ুন

×