প্রকাশিত: 18/12/2020
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে ক্যাম্পাসে বিজয় উদযাপন করেন। ছবিতে লক্ষ্য করা যায় যে শিক্ষকেরা নকশা পরিবর্তন করছেন।
তারা সবুজ রঙের একটি লাল বৃত্তের পরিবর্তে একটি আয়তক্ষেত্রাকার লাল আকার দিয়ে জাতীয় পতাকা তৈরি করছেন। ছবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নজরে এলে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এহেন কর্মকান্ডে এবং তাদের নিজস্ব মনগড়া জাতীয় পতাকা তৈরি করাতে তাদের প্রতি অসন্তোষ্ট ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিক্ষকদের এ জাতীয় কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করছেন।