আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে আবারো ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল

প্রকাশিত: 19/12/2020

নিজস্ব প্রতিবেদন :

আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে আবারো ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল

আফ্রিকা ও আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে আবার ও ঝাঁকে ঝাাঁকে পঙ্গপাল, এতে লাখ লাখ মানুষের জীবিকা আবারো বড় ধরনের হুমকির মুখে পড়েছে বলে সর্তক করেছেন জাতিসংঘ।

জাতিসংঘ বলছে, বছরখানেক আগেও এসব দেশে পঙ্গপালের কারণে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, এরপর প্রচুর কীটনাশক দিয়ে পঙ্গপাল নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। 

গতকাল শুক্রবার দেয়া এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, লোহিত সাগরের উভয় পাশে প্রচুর হারে পঙ্গপালের জন্ম হচ্ছে যার কারণে নতুন করে ইরিত্রিয়া, সৌদি আরব ও ইয়েমেন নতুন করে হুমকির মুখে পড়ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রেসমান বলেন, এ বছরে আফ্রিকায় যে ধরণের পঙ্গপালের আক্রমণের ঘটনা ঘটেছে, গত ৭০ বছরের ইতিহাসে সে রকম চোখে পড়েনি।

ক্রেসমান আরও বলেন, বর্তমান পরিস্থিতি গতবারের মতোই খারাপ হতে পারে। কারণ বিশ্বের বিভিন্ন দেশের সাড়ে তিন লাখ বর্গকিলোমিটার বিস্তৃত এলাকায় এসব পঙ্গপালের বংশবৃদ্ধি ঘটছে।

আরও পড়ুন

×