প্রকাশিত: 19/12/2020
গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রিসের একটি দ্বীপে তুর্কি কূটনীতিককে আটক করার তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। শুক্রবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিসের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, তুর্কি কূটনীতিক সালাদউদ্দিন বৈরামের বিরুদ্ধে গ্রীক কর্মকর্তাদের দ্বারা গুপ্তচরবৃত্তির অভিযোগ ভিত্তিহীন।
গ্রীক দ্বীপ রুদাসের ইরানি কনস্যুলেটের কর্মচারী সালাউদ্দিন বৈরামকে সমুদ্রের গ্রীক নৌবাহিনীর ছবি তোলার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব ভূমধ্যসাগর দিয়ে হাজার হাজার তুর্কি অভিবাসীর প্রবেশ এবং তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খনন নিয়ে এর আগে দু'টি প্রতিবেশীর মধ্যে উত্তেজনা চলে আসছিল।
এছাড়া তুরস্ক এবং গ্রীস একে অপরের আকাশ এবং সমুদ্রসীমা লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করে আসছে। এর আগেও, গ্রীসের গণমাধ্যম অভিযোগ করে আসছে, রাষ্ট্রপতি রেসেপ তাইয়িপ এরদোগান তার দেশের বিরোধীদের আটকে করতে গ্রীক শরণার্থী শিবিরে গুপ্তচর প্রেরণ করে আসছে। সূত্র: পার্সটুডে