বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটির সভায় উপজেলাকে মাদক মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ

প্রকাশিত: 14/10/2019

 বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটির সভায় উপজেলাকে মাদক মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তবারক আলী ওরফে ইয়াবা সুমনসহ উপজেলার সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত চলছে। মাদকের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে আইনের আওতায় এনে উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আর উপজেলা কৌটায় সহকারী শিক্ষক পদে যাতে কোন বহিরাগত নিয়োগ না পান সেদিকেও স্বজাগ আছে প্রশাসন। আর এব্যাপারে একাধিক তদন্ত হয়েছে। সর্বসাধারণের কাছে মাদক ব্যবসায়ী ও ভূয়া সনদধারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগীতা করা আহবান করা হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, সকল অনিয়ন-দূর্নীতিকে জাদুঘরে পাঠিয়ে সুষ্ট-সুন্দরভাবে ও সচ্চতা-জবাবদিহিতার মাধ্যমে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে। তদন্ত সাক্ষেপে সকল মাদক ব্যবসায়ী ও চোরকারবারীদেরকে আইনের আওতায় আনা হবে। এব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া হবে না। সে যতই শক্তিশালী হউক। তবে সব কাজেই সর্বস্তরের সার্বিক সহযোগীতার প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আইনানুগ জটিলতা দূর করে দ্রুত উপজেলার দেওকলস-দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের উদ্যোগ ও ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার লোন ফাঁদ থেকে গ্রাহকদেরকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, মটুককোনা গ্রামে সরকারি গোপাট নিয়ে ৩টি পক্ষের চলমান বিরুধ নিস্পত্তি, বিশ্বনাথ-রশিদপুর সড়ক প্রসস্তকরণ কাজের অনিয়ন-দূর্নীতি তদন্ত ও ফুটপাট নির্মাণ কাজ সম্পন্ন করার, সরকারি পদক্ষেপের অভাবে উপড়ে পড়া গাছগুলো নষ্ট হওয়া থেকে রক্ষা করে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ গ্রহন করার জন্য প্রশাসনের কাজে জোরদাবী জানান। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা ডাঃ আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক কামাল মুন্না। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছুরাব আলী মেম্বার, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা একেএম মনোহর আলী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, আনসার-ভিডিপি কর্মকর্তার প্রতনিধি পারভেজ খান, ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক, আইসিটি সহকারী শ্যামল চন্দ্র দাশ প্রমুখ।

আরও পড়ুন

×