মুরগি দেখে ভয়ে ইসরায়েলের সৈন্যরা গুলি চালায়

প্রকাশিত: 20/12/2020

ডে-নাইট নিউজ:

মুরগি দেখে ভয়ে ইসরায়েলের সৈন্যরা গুলি চালায়

ইসরায়েলের সীমান্তে লেবাননের একটি গ্রাম থেকে একটি মুরগী ​​ছুটে এসে ইসরায়েলের  সীমান্তের দিকে দৌড়ে যায়। ভয়ে ও আতঙ্কে ইসরায়েলের সেনারা আকাশে মূর্হমুহু গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে তারা মুরগীটিকে ধরে নিয়ে যায়।

লেবাননের ৯ বছরের ছেলে হুসেন চারতৌনীতে গিয়ে তার মুরগির ফেরত চায়, কিন্তু ইসরায়েলের সেনারা মুরগীটি ফেরত দেয়নি।

গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। শিশু হুসেন চারতৌনির সাহসিকতার কথোপোকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

লেবানন-ইসরায়েলের সীমান্তে কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। এটি সীমান্ত অতিক্রম এবং সশস্ত্র ইসরায়েলের সেনাবাহিনীতে কাছে যাওয়া এবং তা ফিরে পাওয়া নিয়ে তর্কে জড়িত হওয়ার সাহসিকতা নেটিজেনরা লেবাননের সন্তানের প্রশংসা করেছেন।
 

আরও পড়ুন

×