প্রকাশিত: 21/12/2020
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জের জালিয়াপালং বনবিটের অধিনে জুম্মাপাড়ায় বন বিভাগের বনায়ন ধ্বংস করে নির্মিত ৯ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, এ সময় দুই একর বনভূমি উদ্ধার করা হয়
রবিবার ২০ ডিসেম্বর মোঃ হুমায়ুন কবির বিভাগীয় বন কর্মকর্তা কক্সবাজার দক্ষিণ এর নির্দেশেই ইনানী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোসাদ্দেক হোসেন এর নেতৃত্বে ইনানী রেঞ্জের সকল কর্মকর্তা স্টাফ উপকারভোগী সহযোগিতায় জালিয়াপালং বিটের জুম্মাপাড়া নামক স্থানে এই অভিযান চালানো হয়, জালিয়াপালং বনবিটের অধীনে ২০১৭- ১৮ সালের বনায়ন নির্বিচারে কেটে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গড়ে তুলে।
রোববার বেলা আনুমানিক ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে নয়টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়, এবং প্রায় দুই একর বনভূমি দখলমুক্ত করা হয়, ইনানী রেঞ্জে কর্মকর্তা তোসাদ্দেক হোসেন জানান এর আগেও কয়েকবার উচ্ছেদ করলেও ফের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল দখলবাজ চক্র।
এ ব্যাপারে বন বিট কর্মকর্তা বাদী হয়ে বনায়ন ধ্বংসকারী ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলেও জানা গেছে, তবে দলবাজদের হুমকির মুখে তিনি নিরাপত্তাহীন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন বন ধ্বংস করে বনভূমি জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বনভূমিতে কোন জবর দখলকারীদের থাকতে দেওয়া হবে না।