উত্তেজনার মাঝেই তুরস্ক ভূমধ্যসাগরে নৌ-মহড়া চালিয়েছে

প্রকাশিত: 22/12/2020

ডে-নাইট আন্তর্জাতিক:

উত্তেজনার মাঝেই তুরস্ক ভূমধ্যসাগরে নৌ-মহড়া চালিয়েছে

ইউরোপীয় ইউনিয়নের সাথে উত্তেজনার মধ্যে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে নৌ মহড়া চালিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে এই খবরটি নিশ্চিত করেছেন।

"আমাদের নৌ কমান্ড মহড়া দিয়েছে," বার্তায় এভাবেই বলা হয়েছে। তবে পূর্ব ভূমধ্যসাগরে কোথায় মহড়া হয়েছে তা পরিষ্কার করে বলেনি। তবে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা গেছে যুদ্ধজাহাজ থেকে কামান দিয়ে গুলি বর্ষণ করা হচ্ছে।

১০ ডিসেম্বর, ইউরোপীয় ইউনিয়নের নেতারা বেশ কয়েকজন তুর্কি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রীস ও সাইপ্রাসের সাথে তুরস্কের বিরোধের প্রেক্ষিতে তুর্কি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেন। 

তুরস্ক এই নিষেধাজ্ঞাকে একতরফা ও অবৈধ বলে নিন্দা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, নিষেধাজ্ঞা উভয় পক্ষের স্বার্থকে ক্ষতিগ্রস্থ করবে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত অক্টোবরে তুরস্কের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল পরে তা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
 

আরও পড়ুন

×