ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের অত্যাধুনিক ড্রোনকে ভূপাতিত করলো

প্রকাশিত: 23/12/2020

ডে-নাইট আন্তর্জাতিক:

ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের অত্যাধুনিক ড্রোনকে ভূপাতিত করলো

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থিত সামরিক বাহিনী আরও একটি সৌদির আধুনিক ড্রোনকেকে গুলি করে ভুপাতিত করেছে। ইয়েমেনের মধ্য মারিব প্রদেশের আকাশে ঘোরাফেরা করার সময় ড্রোনটিকে গুলি নামানো হয়।

আল-মাসিরা টেলিভিশন চ্যানেল ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বরাত দিয়ে জানানো হয়, সোমবার সকালে সিএইচ -৪ মডেলের ড্রোন একটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে ভূপাতিক করা হয়েছিল। ড্রোনটি ভূপাতিত করতে কী ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল তার পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

জেনারেল সারিয়ি বলেছেন, সৌদি ড্রোন ইয়েমেনের আকাশে একটি বৈরীপূর্ণ মিশনে ছিল। ১৩৫০ কি.গ্রা. ওজনের ড্রোনটি সাড়ে তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরত্ব চলাচল করতে পারে এবং একটানা ৩০ থেকে ৪০ ঘন্টা উড়তে পারে। ড্রোনটির প্রতিটি উইং ১৮ মিটার দীর্ঘ। এসব ড্রোন ছয়টি ক্ষেপণাস্ত্র বহন এবং ২৫০ থেকে ৩৪৫ কেজি বোমা বহন করতে পারে।

যুদ্ধে ব্যবহৃত এটি অন্যতম শক্তিশালী ড্রোন এবং পাঁচ থেকে সাত হাজার মিটার উচ্চতায় উড়তে সক্ষম। তাই বিমান বিধ্বংসী কামানের সাহায্যে এই ড্রোনগুলি ধ্বংস করা অসম্ভব।
 

আরও পড়ুন

×