ডিমলায় বছর ব্যাপী কফি বাগান স্থাপনের উদ্বোধন

ডিমলায় বছর ব্যাপী কফি বাগান স্থাপনের উদ্বোধন

নীলফামারীর ডিমলায় এই প্রথম বছর ব্যাপী কফি বাগান স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩-ডিসেম্বর) দুপুরে বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় কফি বাগান স্থাপনের উদ্বোধন করা হয়।

ভারতের ক্যারালা থেকে বিশেষ ব্যবস্থাপনায় আমদানিকৃত রোবাষ্ট্রা জাতের কফি চারা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কতৃক ডিমলা উপজেলা সদরের কৃষক মোজাম্মেল হক সর্দারের ২ বিঘা জমিতে ৭শ কফি’র বাগান স্থাপনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

আনুষ্ঠানিকভাবে কফি ফলের চারাগাছ রোপনের মাধ্যমে উদ্বোধন শেষে বছর ব্যাপী কফি ফলের লাভজনক ও গুনাগুন বিষয়ে কৃষক মোজাম্মেল হক সর্দারের বাড়ীর উঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী’র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়ের সঞ্চালনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় প্রমুখ।

এসময় উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৬ বিঘা জমিতে ২১ শত কফি চারার বাগান স্থাপন করা হবে।

আরও পড়ুন

×