বাংলাদেশে নতুন করোনাকে চিহ্নিত করা হয়েছে, যুক্তরাজ্যের সাথে এর মিল রয়েছে

প্রকাশিত: 25/12/2020

নিজস্ব প্রতিবেদন:

বাংলাদেশে নতুন করোনাকে চিহ্নিত করা হয়েছে, যুক্তরাজ্যের সাথে এর মিল রয়েছে

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের (বিসিএসআইআর) বিজ্ঞানীরা বলেছেন সম্প্রতি যুক্তরাজ্যে একটি নতুন ধরণের করোনভাইরাস পাওয়া গিয়েছে এবং অনুরূপ করোনাভাইরাসের একটি স্ট্রেইন বাংলাদেশেও চিহ্নিত হয়েছে। নিউজ বিবিসি বাংলা

গত মাসে, বিসিএসআইআর বিজ্ঞানীরা ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করেছেন এবং সেখানে করোনাভাইরাসটির পাঁচটি নতুন স্ট্রেনের স্ট্রেন শনাক্ত করেছেন। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম খান বিবিসি বাংলাকে এই খবরের সত্যতা জানান।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের একটি নতুন স্ট্রেইন পাওয়া গেছে, যেটিতে আগের স্ট্রেইনের তুলনায় ৭০ শতাংশ দ্রুত গতিতে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
 

আরও পড়ুন

×