প্রকাশিত: 25/12/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা ব্র্যাকের পুষ্টি প্রকল্পের সেম্ফনি আই টেন মডেলের ২২টি মোবাইল ফোনের কার্টুন হারিয়ে গেছে। এবিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ওই সংস্থার পুষ্টি প্রকল্পের কাজ শেষ হওয়ায় মাঠ কর্মীদের কাছ থেকে সংস্থাটির দেওয়া মোবাইল ফোনগুলো সংগ্রহ করা হয়। পরে সেগুলো একটি কার্টুনে ভরে কুরিয়ার সার্ভিসে ফুলবাড়ী আঞ্চলিক অফিসের দেওয়া হয়। ফুলবাড়ী শাখা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত নয়টায় সংস্থাটির এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ এবং শামীম উদ্দিন কুরিয়ার সার্ভিস থেকে ওই মোবাইল ফোনের কার্টুনটি সংগ্রহ কওে উপজেলার রাজারামপুর ফকির পাড়াস্থ ব্র্যাকের আঞ্চলিক অফিসে রিকশা-ভ্যানে যাওয়ার পথে কার্টুনটি হারিয়ে যায়। অনেক খোঁজখুঁজি করে না পেয়ে গত বুধবার ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন সংস্থাটির এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ।
ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. মাসুদ রানার নেতৃত্বে সংস্থাটির এলাকা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, শাখা ব্যবস্থাপক এটিএম মমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) ফরিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ এবং শামীম উদ্দিন মোবাইল ফোনগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. মাসুদ রানা বলেন, ফোনগুলো হারিয়ে যাওয়ায় গত বুধবার ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। হারিয়ে যাওয়া ফোনগুলো যদিকোন সৎ ব্যক্তি পেয়ে থাকেন তবে উপজেলার রাজারামপুর ফকির পাড়াস্থ ব্র্যাকের আঞ্চলিক অফিসে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান। ফোনের সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে বলে তিনি জানান।