কাতারের আকাশে বাহরাইনের ৪টি যুদ্ধবিমান প্রবেশ, জাতিসংঘে অভিযোগ

প্রকাশিত: 25/12/2020

ডে-নাইট আন্তর্জাতিক:

কাতারের আকাশে বাহরাইনের ৪টি যুদ্ধবিমান প্রবেশ, জাতিসংঘে অভিযোগ

বৃহস্পতিবার দোহা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ করেছে যে, ৪টি বাহরাইনের যুদ্ধবিমান কাতারে আকাশসীমায় প্রবেশ করেছে।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে,  জাতিসংঘে কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত আলিয়া আহমেদ বিন সাইফ আল-থানি এই ঘটনার জন্য নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়েছেন।

জাতিসংঘের সেক্রেটারি মহাসচিব অ্যান্টনি গুতেরেস এই চিঠিটি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান জেরি ম্যাটজিলারের নিকট প্রেরণ করেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে করছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৯ই ডিসেম্বর বাহরাইনের ৪টি যুদ্ধবিমান কাতারের জল সীমানায় প্রবেশ করে। একারণে দোহার কাতারের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং সুরক্ষা লঙ্ঘনের জন্য তীব্র নিন্দা জানিয়েছে।
 

আরও পড়ুন

×