"লাহোর হয়ে কাশ্মীর দখল করার পর ভারতে আক্রমণ করব" - শোয়েব আখতার

প্রকাশিত: 26/12/2020

ডে-নাইট নিউজ:

"লাহোর হয়ে কাশ্মীর দখল করার পর ভারতে আক্রমণ করব" - শোয়েব আখতার

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার আবারও বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিতর্কিত ভিডিওতে শোয়েব আক্তারকে দেশের এক মহিলা সাংবাদিকের সাক্ষাত্কার দিতে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, শোয়েব হঠাৎই সেখানে 'গাজওয়া-ই-হিন্দ' প্রতিষ্ঠার বিষয়ে মুখ খুললেন সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার সময়।

এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের প্রাচীন সাহিত্যে উল্লেখ করা হয়েছে যে 'গজওয়া-ই-হিন্দ' স্বপ্ন একদিন সত্যি হয়ে উঠবে।" সেদিন দু'বার অ্যাটক নদীর জল রক্তে লাল হয়ে উঠবে। আফগানিস্তান থেকে সেনাবাহিনীর একটি দল অ্যাটকে পৌঁছে যাবে। উজবেকিস্তান ও আরব থেকেও সেনা আসবে। এরপরে তারা আফগানিস্তানের খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে। মুসলমানরা প্রথমে কাশ্মীর দখল করবে এবং তারপরে ভারতে আক্রমণ করবে।'

তাঁর এই মন্তব্য ব্যাপক বিতর্ক সৃষ্টি হলেও শোয়েব আকতার আসলেই এসব মন্তব্য করেছিলেন কিনা তা জানা যায়নি। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, যদি শোয়েব আকতার সত্যিই এসব মন্তব্য করে থাকনে, তবে ভাবতে হবে যে, পাকিস্তানের বেশিরভাগ মানুষ হয়তো এসব অলীক কল্পনা বিশ্বাস করে আসছেন। তারা বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার এসব ভাবনা আজও পাকিস্তানের মনে দৃঢ়ভাবে জায়গা করে নিয়েছে, যা গোটা বিশ্ব চমকে উঠার মতো। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

আরও পড়ুন

×