প্রকাশিত: 27/12/2020
টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ রফিকের বিরুদ্ধে ১ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পাওনাদার হাজী মোহাম্মদ হাছান আলী বাদী হয়ে বিবাদী মোহাম্মদ রফিকের বিরুদ্ধে গত ২৭/১০/২০২০ইং তারিখে ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। এরপর বাদী ও বিবাদীকে নোটিশ দেওয়া হয়।
নোটিশে বাদী ও বিবাদীকে ১২/১১/২০২০ ইং তারিখে ও ১৯/১১/২০২০ তারিখে বিচারে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিচারের দিন বাদীর জবানবন্দিতে জানা যায় যে, বিবাদী বাদীর কাছ থেকে গত ৩ বৎসর পূর্বে ১,২৫,০০০/- এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাওলাদ নেন। সাত দিন পর টাকা পরিশোধ করার কথা থাকলেও মোহাম্মদ রফিক টাকা পরিশোধ করেনি বলে বাদী মোহাম্মদ হাছান আলী ও স্বাক্ষীদের উপস্থিত স্বাক্ষীতে তার প্রমাণ পাওয়া যায়।
বিবাদী মোহাম্মদ রফিক বিচারের দিন বিচারে হাজির না হওয়ায় তার জবানবন্দি নেয়া ও বিচারের সমাধান দেওয়া সম্ভব হয়নি। এমতাবস্থায় বাদীকে বিবাদীর কাছ থেকে হাওলাদী টাকা আদায় করে নেওয়ার স্বার্থে বাদীকে সরাসরি আদালতে আশ্রয় নিতে বলা হয়েছে।