কাশ্মীরের জনসুরক্ষা আইনে ওমর আব্দুল্লাহ ও মেহেবুবা কে আটক করা হয়েছে । 

প্রকাশিত: 15/10/2019

নিজেস্ব প্রতিবেদন

কাশ্মীরের জনসুরক্ষা আইনে ওমর আব্দুল্লাহ ও মেহেবুবা কে আটক করা হয়েছে । 

জনসুরক্ষা আইনে ভারতের জন্মু - কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর ও ফারুক আবদুল্লাএবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতীকে আটক করা  হয়েছে । আর এটা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । 
গত ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা কেন্দ্র । বিওরাধিতা করে কাশ্মীরের রাজনৈতিক দলগুলি আর এরপরই ন্যাশনাল  কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আটক করা হয়। 

বলা হয়, জন সুরক্ষা আইনে তাদের গ্রেফতার করেছে প্রশাসন। পরে একই ধারায় আটক করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাকে। আর শাস্তি নূন্যতম ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত তাদের আটকে রাখতে হবে । অমিত শাহের মতে, ৩৭০ ধারার জন্যই কাশ্মীরজুড়ে এতদিন খুনোখুনি হয়েছে। তাই এই ধারা রদ করা হয়েছে। কিন্তু এরপরও অশান্তির আশঙ্কা ছিল। যা দূর করতেই জনসুরক্ষা আইনের প্রয়োগ করা হয়েছে। 

আরও পড়ুন

×