সিলেটের বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ শুরু, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত

সিলেটের বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ শুরু, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত

অদ্য ২৭ ডিসেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ কার্য‌ক্রম শুরু হয়।বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ।

এ সময় তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, এ বছর করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে তিন ভাগে বিভক্ত করে এ বই বিতরণ কার্যক্রম চলবে।

এর আলোকে আজ ৫০টি স্কুল, আগামীকাল ২৮ ডিসেম্বর ৫০টি স্কুল ও ২৯ ডিসেম্বর বাকি স্কুলগুলোর বই বিতরণ করা হবে। উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন , আপনারা এ বছর বই উৎসব অনুষ্ঠান না করে স্বাস্থ্য বিধি মেনে এক শ্রেণি করে বই বিতরণ করবেন।

আর সকলে অবশ্যই সতর্কতার সহিত বই নেয়ার পরিবহণ ব্যবস্তা করবেন। কারন অন্য উপজেলার দুই শিক্ষক বই নিয়ে যাবার সময় মারাত্মক ভাবে রোড় এক্সিডেন্টে নিহত হন, তাই সবাইকে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সহকারি উপজেলা শিক্ষা অফিসার সোহেল আহমদ, সাইফুল আলমসহ পঞ্চাশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দপ্তরীবৃন্দ।

আরও পড়ুন

×