নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে টানা প্রতিবাদ ও বিক্ষোভ চলছে

প্রকাশিত: 28/12/2020

ডে-নাইট আন্তর্জাতিক:

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে টানা প্রতিবাদ ও বিক্ষোভ চলছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। প্রতিবাদের কারণ আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং করোনাভাইরাস মহামারী মোকাবেলায় অব্যবস্থাপনা ও  অদক্ষতার জন্য দায়ী করা হচ্ছে।

শনিবার এ বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ২৭ সপ্তাহ ধরে চলা একটানা আন্দোলন। বিক্ষোভকারীরা পবিত্র নগরী আল-কুদসে নেতানিয়াহুর সরকারী বাসভবনের দিকে যাওয়ার রাস্তা অবরোধ করে রাখে। প্রায় তিন হাজার বিক্ষোভকারী প্যারিসে প্রাঙ্গণে বিক্ষোভ দেখালেও পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দিতে বাধ্য করে।

আন্দোলনকারীরা কোথাও কোথাও আগুন ধরিয়ে দেয়। গতকাল সারা ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলাকালীন সময়ে মোট ছয় জনকে আটক করা হয়। নেতানিয়াহুর সমর্থকরা বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের উপর আক্রমণ করেছেন বলে জানা গেছে।

এরই মধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পরিবর্তে "অপরাধ মন্ত্রী" বলে অভিহিত করে আসছেন।

আরও পড়ুন

×