প্রকাশিত: 28/12/2020
কঠোর নিরাপত্তা, উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজে আজ সোমবার দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
ভোটগ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাচন কার্যালয় ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পূর্ণ করেছে। গতকাল ররিবার দুপুর থেকে পৌরসভার ১০ টি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে।
এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পৌরসভার ৯টি ওয়ার্ডে এক জন করে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের একজন উপ- পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ৫জন কনস্টেবল এবং আনসার ভিডিপির একজন প্লাটন কমান্ডার, একজন সহকারী প্লাটন কমান্ডার, লাঠিধারী তিনজন নারীসহ ৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াজেদ আলী জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০ টি ভোট কেন্দ্রে ১০ জন প্রিজাইটিং অফিসার, ৯৪ জন সহকারী প্রিজাইটিং অফিসার এবং ১৮৮জন পোলিং এজেন্ট নিয়োজিত থাকবেন। ১০ টি ভোট কেন্দ্রের ৯৪ টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
এছাড়াও নির্বাচনী এলাকায় পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের সর্বমোট ভোটার ২৭ হাজার ৯৩১ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৫৫২ জন এবং নারী ১৪ হাজার ৩৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে একজন মেয়র নির্বাচিত করবেন।
এবং প্রত্যেকটি ওয়ার্ডের ভোটাররা তাদের নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল নির্বাচিত করবেন। যারা আগামী ৫ বছর পৌর পরিষদ পরিচালনা করবেন।