শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে ফুলবাড়ী পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে

শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে ফুলবাড়ী পৌরসভার  নির্বাচনের ভোটগ্রহণ চলছে

অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে আজ সোমবার দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  ফুলবাড়ী পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোটাররা প্রথমবারের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে দিচ্ছেন। ভোটারাও প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। আজকের নির্বাচনে চারজন মেয়র, ২৯ জন সাধারণ কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চারজন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের খাজা মঈনুদ্দিন (নৌকা), বিএনপির শাহাদৎ হোসেন সাহাজুল (ধানের শীষ), বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক (জগ) এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন (নারিকেল গাছ)।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ফুলবাড়ী পৌরসভায় ২৭ হাজার ৯৩১ জন ভোটার ১০টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ১০ জন পুলিশসহ আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ র‌্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এই প্রথমবারের মতো দিনাজপুরের ফুলবাড়ীতে ভোট গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×