প্রকাশিত: 15/10/2019
নিউজিল্যান্ড কাজ করবে অনলাইনের সন্ত্রাসবা ঠেকাতে ।
অনলাইনে সন্ত্রাসবাদ প্রচারের মাধ্যমে যাতে আর কোনো ক্রাইস্ট চার্চের মসজিদে চালানোর মতো হত্যাযজ্ঞের ঘটনা না ঘটে । এজন্য গোয়েন্দা নজরদারির জন্য নিউজিল্যান্ড বিশেষ টিম গঠন করে হচ্ছে। ক্রাইস্টচার্চের মসজিদে শ্বেতাঙ্গ বর্ণবাদীর চালানো নৃশংসতার লাইভ স্ট্রিমিংয়ে ১৫ লাখ পোস্ট ২৪ ঘণ্টার মধ্য ফেসবুক থেকে সরিয়ে ফেলতে বাধ্য করেন জাসিন্দার।জাসিন্দার আর্ডেন বলেন, এ টিমের অনুসন্ধান, ফরেনসিক ও গোয়েন্দা শাখার জন্য ১৭ জন বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ট্র্যাসি মার্টিন বলেন, অনলাইনে আপত্তিকর কিছু পেলেই তা দ্রুত মুছে ফেলা হবে।