লক্ষীপুরে নোভা মেডিকেল সহ তিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেকে জরিমানা

প্রকাশিত: 29/12/2020

আব্দুল মালেক নিরব :

লক্ষীপুরে নোভা মেডিকেল সহ তিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেকে জরিমানা

নিয়ম বর্হিভূত ভাবে হাসপাতাল ও ডায়াগনস্টিক খুলে চিকিৎসা বানিজ্য পরিচালনার অপরাধে লক্ষ্মীপুরের দুইটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ ডিসেম্বর (সোমবার) দুপুরে প্রয়োজনীয় জনবল, বৈধ কাগজপত্র, চিকিৎসাসামগ্রী ও চিকিৎসক না থাকার দায়ে এ জরিমানা করেছে জেলা সিভিল সার্জন এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জেলা শহরের নোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডকে ২০ হাজার, মা ও শিশু প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার এবং মীম ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মীম ডায়াগনষ্টিক সেন্টারকে সাময়িক ভাবে বন্ধ রাখারও নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে নোভা মেডিকেল সার্ভিস ও নোভা ট্রমা সেন্টার এন্ড জেনারেল হসপিটাল এর চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম অভিযান ও জরিমানার কথা স্বীকার করে বলেন আমরা নোভা ট্রমা সেন্টার এন্ড জেনারেল হসপিটালে কোন রুগী ভর্তি করি না, এর কোন কার্যক্রমও নেই। তবে লাইসেন্স নবায়ন বিহীন বিগত দুই বছর যাবত ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন বলে স্বীকার করেন।

জেলা সিভিল সার্জন ডা: আব্দুল গাফ্ধসঢ়;ফার জানান, লাইসেন্স নবায়ন, প্রয়োজনীয় জনবল, বৈধ কাগজপত্র, চিকিৎসাসামগ্রী ও চিকিৎসক না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি হাসপাতাল ও একাটি ডায়াগনস্টিক কে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও জনবল সহ হাসপাতালের চিকিৎসাসেবা উন্নত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে না হয় পুনরায় অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন

×