প্রকাশিত: 29/12/2020
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রমজান আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৩১ হাজার ৫৮৫ ভোট পান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ২ হাজার ৩৩৪ ভোট। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তবে বিএনপির মেয়র প্রার্থী আতাউর রহমান আতা অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি জানান। দুপুরে তিনি জেলা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে সাংবাদিকদের নিজ বাড়িতে ডেকে তার অবস্থান জানান।। ধানের শীপের প্রার্থী আতাউর রহমান আতা লিখিত অভিযোগে বলেছেন, তার এজেন্টদের ভয় দেখিয়ে নির্বাচনের ২৫ টি কেন্দ্র থেকে বের করে দেয়।
তবে, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং ৬০ শতাংশ ভোট পড়েছে।