ইয়েমেনের নতুন সরকার দেশে ঢুকামাত্র আক্রমণের শিকার 

প্রকাশিত: 31/12/2020

ডে-নাইট নিউজ:

ইয়েমেনের নতুন সরকার দেশে ঢুকামাত্র আক্রমণের শিকার 

বুধবার ইয়েমেনের নতুন সরকার শপথ গ্রহণের পরে দেশে ফিরে সাথে সাথেই তাদের উপর আক্রমণ চালানো হয়। বুধবার প্রধানমন্ত্রী মইন আবদুল মালিকসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আদেন বিমানবন্দরে অবতরণ করার পর পরই তাদের উপর একের পর এক গোলাবর্ষণ ও বিস্ফোরণে ঘটানো হয়।

হামলার জন্য এখনও কেউ দায় স্বীকার না করলেও ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরানী এসব হামলার পেছনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, বিস্ফোরণগুলি বেশ শক্তিশালী ছিল। এতে কতজন হতাহত হয়েছে তা এই মুহূর্তে এখনও অজানা।

হামলার পরপরই নতুন মন্ত্রীদের রাষ্ট্রপতি প্রাসাদে সরানো হয়েছে এরং তারা অক্ষত আছে বলে জানানো হয়েছে।

রয়টার্স নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানায়, এই হামলায় কমপক্ষে পাঁচ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। আগস্ট ২০১৯ সালেও এডেনে সেনা সমাবেশে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছিল।
 

আরও পড়ুন

×