প্রকাশিত: 31/12/2020
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের তান্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে স্বস্তির বার্তা নিয়ে এসেছে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন।
তবে ইতিমধ্যে এই ভ্যাকসিন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, সুইজারল্যান্ডে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন গ্রহণের পাঁচদিন পর ৯১ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের সংশ্লিষ্টতা না থাকার সম্ভাবনা খুব বেশি। ভ্যাকসিন নেয়ার পর মারা যাওয়া ঐ বৃদ্ধা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন।