প্রকাশিত: 02/01/2021
ছেলের সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকতো বাবার। বাবাব এসব পছন্দ করেনি। একদিন ঝগড়া চরমে পৌঁছেছে। তারপরে তিনি সম্পত্তি বিভক্ত করার সিদ্ধান্ত নেন। তিনি তার পোষা কুকুরের নামে ২ একর কৃষি জমি লিখে দেন।
ওম নারায়ণ বার্মায় পেশায় কৃষক। ভারতের মধ্য প্রদেশের ছিন্দওয়াড়া জেলা, বারিবাদা গ্রামে বসবাস করেন। ছেলেটির সঙ্গে বাবার ঝগড়া লেগে থাকার কারনে বর্মা ছেলেকে এক হাত নিতে তার জমির অর্ধেক উইল করার সিদ্ধান্ত নেন। তিনি তাঁর পৈত্রিক কৃষিজমির অর্ধেকটি স্ত্রীর নামে লিখে দেন এবং বাকি অর্ধেক ২ একর জমি ১১ মাস বয়সী পোষা কুকুর জ্যাকিকে লিখে দেন।
৫০ বছর বয়সী কৃষক উইলে আরও লেখেন, তার মৃত্যুর পর তার পোষার কুকুরের যে দায়িত্ব নেবেন, তিনিই সেই জমির মালিক হবেন।
এতসব ঝুক্কি-ঝামেলা শেষে তিনি তার নিজের ভুল বুঝতে পেরে শেষে গ্রামে পঞ্চায়েতের প্রধানকে ডেকে কথা বলেন এবং তার মতামত পরিবর্তন করেন। শেষটা তার ছেলেকে বঞ্চিত জমি শীঘ্রই হস্তান্তর করতে রাজী হন।