প্রকাশিত: 02/01/2021
দিনাজপুরের ফুলবাড়ীতে থার্টি ফাস্ট নাইটে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়া আব্দুল কাইয়ুম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মরদেহটি স্থানীয় ফুলবাড়ী শাখা সোনালি ব্যাংকের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে স্থানীয়রা।
আব্দুল কাইয়ুম পৌরএলাকার পশ্চিম গৌরীপাড়ার গড়ইসলামপুর গ্রামের আব্দুল রহমানের ছেলে এবং পেশায় রংমিস্ত্রি। আব্দুল কাইয়ুমের বাবা আব্দুল রহমান জানান, চট্রগ্রামে রংমিস্ত্রির কাজ করত আব্দুল কাইয়ুম। নতুন বছর উপলক্ষে গত বৃহস্পতিবার বিকাল ৩টায় নিজ বাড়িতে আসে সে।
সন্ধ্যায় স্থানীয় বন্ধুদের সাথে রাতে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে কাইয়ুম। রাত ১২ টায় কাইয়ুমের মুঠোফোনে ফোন কল করা হলে সে জানায় তার ফিরতে দেরি হবে। কিন্তু ওইদিন সে আর বাড়িতে ফিরেনি। ধারণা করা হয়েছিল হয়তো কোন বন্ধুর বাড়িতে আছে।
গতকাল শুক্রবার দুপুরে আসে কাইয়ুমের দেহ সোনালি ব্যাংকের পেছনের একটি পরিত্যক্ত ঘরে পড়েছিল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে জানতে পারি সেখানের কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেছে।
কাইয়ুমের স্থানীয় বন্ধু সিহাব, মামুন, রায়হান ও মনির জানায়, গত বৃহস্পতিবার রাতে কাজি খানার সামনে থার্টি ফাস্ট নাইটে তাদের পিকনিক চলছিল। সেখানে কাইয়ুমেরও অংশ নেওয়া কথা ছিল। কাইয়ুম অংশ নেয় এবং রাত সাড়ে ১১টায় জানায় সে থাকতে পারছে না কিছু বড় ভাইদের সাথে পিকনিক করবে সে। এই বলে সেখান থেকে চলে যায়। পরে গতকাল শুক্রবার দুপুরে জানতে পারি সে মারা গেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল এবং মরদেহটি পরিদর্শন করেছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।